বরিশালের উজিরপুরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৬৫টি জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ বাছুর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার এবং সঞ্চালনা করেন বিকাশ কুমার নাগ।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, মেরিন ফিশারিজ অফিসার মোঃ মাহবুব আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপসহকারী মোঃ মনিরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, যেমন শফিকুল ইসলাম রিপন, অনিমেষ ঘরামী, শিল্পী মণ্ডল প্রমুখ।
প্রধান অতিথি মোঃ আলী সুজা তার বক্তব্যে প্রকল্পের উদ্দেশ্য, উপকারিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জেলে পরিবারগুলোর জীবনমান উন্নয়নের পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে