AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে দিনে-দুপুরে মোটরসাইকেল ও নগদ ২ লক্ষ টাকা ছিনতাই


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৬:৪৯ পিএম, ১৪ মে, ২০২৫

কুড়িগ্রামে দিনে-দুপুরে মোটরসাইকেল ও নগদ ২ লক্ষ টাকা ছিনতাই

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর এলাকায় দিনে-দুপুরে সুপারি ব্যবসায়ীর মোটরসাইকেলসহ প্রায় ২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ভুক্তভোগী ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ মে রোববার দুপুর ২টার দিকে সুপারি ব্যবসায়ী জাহিদুল হক তার বাজাজ বক্সার মোটরসাইকেল নিয়ে মধ্য কুমরপুরের একটি তেলের পাম্পে যান। এ সময় ওই এলাকার আজিজুল গং তার উপর হামলা চালিয়ে মোটরসাইকেল ও সঙ্গে থাকা নগদ প্রায় ২ লক্ষ টাকা ছিনতাই করে নেয়।

জাহিদুল হক স্থানীয়দের সহায়তায় কিছুক্ষণ পর মোটরসাইকেলটি উদ্ধার করতে পারলেও ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী জাহিদুল হক ওই রাতেই কুড়িগ্রাম সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের পরও পুলিশ এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িত আজিজুল গং এলাকার কুখ্যাত সন্ত্রাসী চক্রের সদস্য এবং পূর্বেও তারা একাধিক অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।

এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় সচেতন মহল।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

Shwapno
Link copied!