গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে ভোট কেন্দ্রের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপভোট কেন্দ্রের দাবিতে উপজেলার একবারপুর ও চন্ডিপুর গ্রামেরবাসীন্দাদের আয়োজনে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্বতঃস্ফূর্ত ভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে দুই গ্রামের নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নিয়ে তাদের দাবির কথা জানান।
প্রতিটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে এই দিই গ্রামের ভোটারদেরকে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পাড়াপাড় হয়ে প্রায় ৩ কিমি দূরে মেঠোপথে আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেয়ার জন্য যেতে হয়।
সড়ক দিয়ে হেঁটে গিয়ে ভোট দেয়া খুবই দুরূহ হয়ে পড়ে।
এছাড়া সম্প্রতি চারলেনের মহাসড়কে স্পিডবেকার থাকায় দীর্ঘপথ পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভোট কেন্দ্রে যেতে হয়।
বিদ্যমান এ পরিস্থিতিতে অনেক অসুস্থ ও বয়োঃবৃদ্ধরা ভোট দিতে অনিচ্ছা প্রকাশ করেন।
উল্লেখ্য, বর্তমান ওই ভোট কেন্দ্রেটি ৭নং ইদিলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ৯নং ব্লক। এখানে ৫ গ্রামের প্রায় ৩ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে মহাসড়কের পুর্ব পাশে ৩টি গ্রাম আলীপুর, চকনদী ও কবুলপুর। আর বাকি দুটি গ্রাম মহাসড়কের ৩ কিমি পশ্চিমে চন্ডিপুর ও একবারপুর।
এদিকে দুই গ্রামবাসীর দাবী সময়োপযোগী ও যুক্তিসংগত বলে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন জাতীয় নাগরিক পাটির (এন,সিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ।
অনুষ্ঠিত মানববন্ধনে এসব দাবি তুলে ধরে বক্তব্য রাখেন,ওই গ্রামের মুছা আলী, জয়নাল, ছাত্তারসহ অনেকেই।
পরে গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাচন অফিসার বরাবরে একটি লিখিত আবেদন দেয়া হয়।
আবেদন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসার বলেন, কর্তৃপক্ষ নির্দেশনা দিলেই সরেজমিনে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যাবে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে