AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সদরপুরে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:৪২ পিএম, ১২ মে, ২০২৫

সদরপুরে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুরে গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৩ জনকে আটক করেছে সদরপুর থানা পুলিশ।

রবিবার (১১ মে) উপজেলা বিভিন্ন স্থান থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় । সদরপুর থানার সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন উপজেলার মজুমদার বাজার এলাকার মৃত মালেক মাতুব্বরের পুত্র রুবেল মাতুব্বরর (৩৬), সতেররশি গ্রামের মৃত মিরাজ মিয়ার পুত্র  আরিফ হোসেন (৩৮), সারে সাতরশি গ্রামের মৃত শংকর চন্দ্র দাসের পুত্র কেশব দাস (৩৫)।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, গত  ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ৩ জনকে আটক করেছি। 
আটক রুবেল মাতুব্বরের কাছ থেকে ২০ গ্রাম গাজা, আরিফ হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা, কেশব দাসের কাছ থেকে ৪৩ পুরিয়া হিরোইন পাওয়া গেছে।

আটকরা কিছুদিন ধরে  বিভিন্ন এলাকা থেকে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর নিয়মিত মামলা করা হয়েছে। আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, সদরপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

Link copied!