চট্টগ্রামের ফটিকছড়ি ভূজপুরে গোপন বৈঠক চলাকালে আওয়ামী লীগ নেতা ফরিদুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ মে) রাতে ভূজপুর থানার এসআই জালালের নেতৃত্বে ১১ সদস্যের একটি পুলিশ দল নারায়ণহাট ইউনিয়ন পরিষদে এই অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে স্থানীয় আওয়ামী লীগের এক গোপন বৈঠক চলছে। খবর পেয়ে সাড়াশি অভিযান চালিয়ে দাতমারা ইউনিয়নের বড়ইতলী গ্রামের মৃত আব্দুর ছত্তারের পুত্র ফরিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হোসেন বলেন, ফরিদুর রহমানের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে