গোপালগঞ্জের কাশিয়ানীতে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টায় কাশিয়ানী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে কাশিয়ানী সাংবাদিক পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মো. নুরুজ্জামান, কাশিয়ানী সাংবাদিক পরিষদের সভাপতি মো. ফায়েকুজ্জামান, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিংকন, সহ-সভাপতি পরশ উজির, নুর ইসলাম লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জামান, জুয়েল হাসান, আশরাফুজ্জামান, লিটন সরদার, নেওয়াজ আহমেদ পরশ, আল ইমরান, মো. পারভেজ প্রমুখ।
বক্তারা অবিলম্বে মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার এবং বিগত সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিদেশে টাকা পাচার ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায়, তারা কঠোর কর্মসূচী ঘোষণার হুঁশিয়ারী দেন।
একুশে সংবাদ//কা.গো.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :