AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে মুসল্লিদের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
১১:৫১ এএম, ৫ এপ্রিল, ২০২৫

বাউফলে মুসল্লিদের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

পটুয়াখালীর বাউফলে মসজিদের মুসুল্লিদের ওপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৪ এপ্রিল ) বিকালে উপজেলার সদর ইউনিয়নের চর কায়না গ্রামে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন, এলাকাবাসীর পক্ষে মো.সুমন, তিনি বলেন, মসজিদের পাশে গানের আসর বসাতে নিষেধ করায় চর কায়না জামে মসজিদের সাবেক সভাপতি চুন্নু মৃধা, জসিম দফাদার, উজ্জল চৌকিদার এবং ইউপি সদস্য মালেক সহ ১৫/২০ জন মিলে মুসজিদের মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলা করে। ওই ঘটনায় সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 ওই ঘটনায়র বাউফল থানায় লিখিত অভিযোগ করা হয় কিন্তু ২দিন পেড়িয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার করা হয়নি। চুন্নু একজন ধনাঢ্য বাক্তি। যে সরকার যখন ক্ষমতায় থাকে তখন সে তার লোক হয়ে যায়। বিগত স্বৈরশাসকের সময় চুন্নুসহ অনেকে আওয়ামীলীগ করেছেন কিন্তু শেখ হাসিনা পালায়নের পরও তারা বহাল তবিয়তে আছেন। আহতের মধ্যে ১জনের অবস্থা গুরতর বলেও জানান তিনি।

এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ওই ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!