ইসলামী আন্দোলন বাংলাদেশ ০৪ নং কাচিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হযেছে। ২২ মার্চ (শনিবার) কুঞ্জেরহাট ডিটিএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের বোরহানউদ্দিন শাখার সভাপতি মাওলানা ইসমাইল হোসেন গাজী।
সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন কাচিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুফতি ইব্রাহিম।
বিশেষ অতিথি ছিলেন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা সফিউল্যাহ্, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বোরহানউদ্দিন উপজেলার সভাপতি মুফতি আমিনুল ইসলাম সুলতানী, মুফতি শামসুদ্দীন, ইসলামী আন্দোলন বোরহানউদ্দিন শাখার সাংগঠনিক সম্পাদক এম.এম আমানুল্লাহ্, সাংবাদিক ডা. গাজী তাহের লিটন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মুফতি আব্দুস সহিদ। পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ মোঃ রবিউল।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ, সমর্থক, আলেম, ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে মাহফিল প্রাংগন ছিলো পরিপূর্ণ।
অতঃপর মুসলিম উম্মাহ ও ফিলিস্তিনবাসীর জন্য দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে ইফতারী বিতরণ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
