AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত


Ekushey Sangbad
পত্নীতলা উপজেলা প্রতিনিধি, নওগাঁ
০৪:৪৩ পিএম, ১০ মার্চ, ২০২৫

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পলাশ নামে একজন গুরুতর আহত হন।

জানা যায়, নিহত আব্দুর করিম উপজেলার নজিপুর ইউনিয়নের রঘুনাথপুর (যুগিবাড়ি) গ্রামের এনাদুল ইসলামের ছেলে। সে একটি এগ্রোভেট কোম্পানির গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় এলাকাবাসী, হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, সোমবার (১০ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলা সদর নজিপুর পৌর এলাকার নওগাঁ রোডের কাল্লাকাটি (পুঁইয়া) মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ভর্তি করান। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে করিমকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত পলাশকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শিরা জানায়, একটি দ্রুতগতির পিকআপ গাড়ি পুঁইয়া-কাল্লাকাটি নামক এলাকায় একটি গরুকে বাঁচতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দেয়। এসময় গাড়িটি বন্ধ করে ঘটনাস্থল হতে চালক পালিয়ে যায়।

এ ঘটনাটি জানাজানি হলে নিহতের পরিবার, পাড়া-প্রতিবেশি, আত্মীয় ও বন্ধু-বান্ধবদের মধ্যে চলছে এখন শোকের মাতম।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‍‍`দুর্ঘটনা কবলিত পিকআপ গাড়িটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হলেও চালক পালিয়ে যায়।‍‍`

ওসি আরও বলেন, ‍‍`নিহত পরিবারের পক্ষে মামলা না করায় মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়।‍‍`

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!