AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদকসহ কালীগঞ্জে দুইজন আটক


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৫:০৫ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৫

মাদকসহ কালীগঞ্জে দুইজন আটক

পুলিশের অভিযানে ৪০ পিছ ইয়াবা জব্দ করা হয়েছে গাজীপুরের কালীগঞ্জে। এক নারীসহ এসময় দুই মাদক কারবারীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।


শনিবার (২৫ জানুয়ারী) মাঝ রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার পৌর এলাকার দেওপাড়া গ্রামে অভিযান চালায় থানা পুলিশ। অভিযানে দেওপাড়া গ্রামের মোঃ হযরত আলী পূত্র মোঃ বাবুল পাঠান (২২) এবং কাপাসিয়া উপজেলার বারেগাও গ্রামের আবুল হোসেনের কন্যা মোসাঃ আমেনা খাতুন (২৩) কে আটক করা হয়েছে।


এসময় দেহ তল্লাশী করে বাবুল পাঠানের নিকট হতে ৩০ পিছ এবং আমেনা খাতুনের নিকট হতে ১০পিছসহ মোট ৪০ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক হাজার তিন শত টাকা জব্দ করা হয়।


স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উভয় আসামীদ্বয় পরস্পরের যোগসাজসে দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আসামীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর (৩১) তারিখ ২৬/০১/২৫।


ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, আসামীদের দেহ তল্লাশি করে ৪০ পিছ ইয়াবা পাওয়া গেছে। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


একুশে সংবাদ////র.ন

Shwapno
Link copied!