AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫


Ekushey Sangbad
ভৈরব উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
১১:১৯ এএম, ১৬ ডিসেম্বর, ২০২৪

অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় সিএনজি ও কার্ভাড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কার্ভার ভ্যানের চালক পালিয়ে যায়।

নিহত ৫ জনের মধ্যে ২ জন পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিএনজি চালক শাহিন,অপরজন হলেন যাত্রী রাজন। তাদের বাড়ি রায়পুরা উপজেলার পিরিজকান্দিতে। আর বাকি ৩ জন মহিলার পরিচয় এখনও পাওয়া যাইনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদীর নিলকুটি এলাকা থেকে সিএনজিসহ ২টি কার্ভাড ভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল। কার্ভাড ভ্যান দুইটি ভৈরবের জগন্নাথপুর ব্রিজ অতিক্রম করার সময় ওভারটেক করতে গিয়ে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় আরএকেটি কাভার্ড ভ্যানের মধ্যে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ ৫ জনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া জানান, নিহতদের মধ্যে চালকসহ দুইজনের পরিচয় পাওয়া গেছে। এছাড়াও বাকি ৩ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!