ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় বিশ মিনিটের ব্যবধানে চারটি গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে। এ সময় চার গাড়ির ড্রাইভার যাত্রীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তাদের নাম জানা যায়নি, আহত অবস্থায় তারা স্থান ত্যাগ করেন। এমন দূর্ঘটনাটি ঘটে শুক্রবার(১৩ ডিসেম্বর) সকালে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে ঢাকা মুখী একটি নুহা মাইক্রোবাস ( চট্ট মেট্রো চ-১১-১৯৩৯) নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় উল্টে গিয়ে ড্রাইভার গুরুতর আহত হন। তার ২০ মিনিট পর একটি কভার ভ্যান(নম্বর জানা যায়নি) সিরিয়ালে দাঁড়িয়ে থাকলে পিছন থেকে ঢাকা গামী সাকুরা পরিবহন একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ট-১২-২৩৩৩) তাকে ধাক্কা দেয় এতে করে কভার ভ্যান উল্টে গিয়ে সামনের একটি প্রাইভেটকার( ঢাকা মেট্রো গ-২১-৯৩৩৯)ভ্যানের ধাক্কায় দুমড়ে মুছড়ে যায়। এ সময় চারটি গাড়িতে কমপক্ষে ১০ জন যাত্রী ও ড্রাইভার সহ আহত হন।
এ বিষয়ে ভাঙ্গা টোল প্লাজার ম্যানেজার ইমরান হোসেন জানান, ঘন কুয়াশা ও দ্রুত গতি দুর্ঘটনার অন্যতম কারণ এবং ওভারব্রিজের নিকটবর্তী স্থানে টোল প্লাজা থাকার কারণে দুর্ঘটনা ঘটতে থাকে।
এদিকে টোল প্লাজার এডমিন মইনুর রহমান দায়সারা ভাবে বলেন, এমন ৩-৪টি করে দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে, এগুলো আমাদের কাছে অস্বাভাবিক কিছু মনে হয় না, প্রতিনিয়ত আমরা তিন-চারটি করে দুর্ঘটনা দেখি।
অন্যদিকে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান জানান, সবকটি দুর্ঘটনা ঢাকা মুখী গাড়িগুলোর ঘটে, তিনি সম্ভাব্য কারণ উল্লেখ করে বলেন, ওভার ব্রিজের ১০০ গজের মধ্যে টোল প্লাজা থাকায় অদক্ষ কিছু ড্রাইভার, ফিটনেস বিহীন গাড়ি নিয়ে ব্রিজ থেকে নামতে নিউটলে রেখে গতি না কমিয়ে নিচে নামতে থাকে, তখন আর টোল প্লাজায় ঢুকে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এভাবেই দুর্ঘটনা পড়ে। আমরা কর্তৃপক্ষকে ওভারব্রিজে ওঠার আগে ২০ কিলোমিটার গতি লিখে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে তারপর দেখি দুর্ঘটনা কমে কিনা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :