বাগেরহাটের রামপালে নারীদের সাথে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত এ সভা রামপাল সদর মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন বাবু, ফকির শাহাদাত হোসেন, শেখ ফিরোজ কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু , সিনিয়র যুগ্ন আহব্বায়ক মাসুদুর রহমান পিয়াল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী ওজিয়ার রহমান, শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান মনি, যুবদল নেতা শাহজালাল গাজী, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আওয়াল সরদার, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসাইন বাদল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ফরিদুল বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। নারী ও পুরুষের মধ্যে কোন বৈষম্য রাখা যাবে না। সবাইকে সমান অধিকার দিতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী শেখ হাসিনা গণহত্যা করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়েছে। আগামীর বাংলাদেশে আমরা কোথাও বৈষম্য দেখতে চাই। আমাদের আস্থা বিশ্বাস তারেক রহমান আমাদের একটি বৈষম্যহীন রাষ্ট্র উপহার দিবেন।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ নিজের ভাগ্য বদলের জন্য রাজনীতিতে প্রবেশ করবেন না। রাজনীতি করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে। কেউ দলের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি নারী বান্ধব সরকার, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারীদের ভাগ্য বদলের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন। খুব দ্রুতই তারেক রহমান এদেশে আসবেন। সবাইকে একতাবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান এই বিএনপি নেতা।
একুশে সংবাদ/বিএইচ