AB Bank
ঢাকা রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনোয়ারায় সারকারখানায় মানববন্ধন করেছে শ্রমিকরা, ২ ঘন্টা কর্মবিরতি


আনোয়ারায় সারকারখানায় মানববন্ধন করেছে শ্রমিকরা, ২ ঘন্টা কর্মবিরতি

চট্টগ্রামের আনোয়ারায় শ্রমিক নির্বাচন বানচালের পায়তারা ও কুচক্রী মহল কর্তৃক ষড়যন্ত্র বন্ধের দাবীতে ৪টি সার কারখানায় মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার রাঙ্গাদিয়া সিইউএফএল ঘাট এলাকায় রাঙ্গাদিয়া ঠিকাদার শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালন করেন। মানব বন্ধন চলাকালে রাষ্ট্রয়াত্ত সার কারখানা সিইউএফএল, ডিএপি ১, ডিএপি ২ ও কাফকোর সারের লোডিং, আনলোডিং ও বিভিন্ন কাজ ২ ঘন্টা বন্ধ ছিল।

এসময় বক্তব্য রাখেন, আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মো. নজরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক প্রার্থী মো: সিদ্দিক, প্রচার সম্পাদক প্রার্থী মো: হান্নান ও অর্থ সম্পাদক প্রার্থী রতন আইচ প্রমূখ। বক্তারা বলেন, বিগত ৯ বছর আওয়ামীলীগের নেতারা চাঁদাবাজি ও টেন্ডারবাজি করতে সরকারি দলের প্রভাব বিস্তারকরে একটি রেজিস্ট্রেট শ্রমিক সংগঠনের কোন নির্বাচন হতে দেয়নি। সরকারের পট পরিবর্তনের পর সংগঠনের সকল সদস্যদের ঐকমত্যের ভিত্তিতে আমরা নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ই নভেম্বর আমাদের নির্বাচন। 

এ অবস্থায় কুচক্রীমহল নির্বাচন বানচালের পায়তারা করছে। মঙ্গলবার বিকেল থেকে ভোট স্থগিতের খবর ছড়িয়ে পড়ে। নির্বাচন স্থগিত করে দিলে বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মবিরতির হুশিয়ারীও দেন তাঁরা। 

স্থানীয় সূত্র জানায়, আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়ন নামক সমিতিতে ২৫৯ জন সদস্য আছেন। তাঁরা আনোয়ারা উপজেলার রাষ্ট্রয়াত্ত সার কারখানা সিইউএফএল, ডিএপি-১, ডেএপি-২ ও কাফকো এই চারটি সার কারখানায় সারের লোডিং, আনলোডিং ও সারের বিভিন্ন কাজ করেন। গত নয় বছর ওই সমিতির নির্বাচন না হলেও গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের নির্দেশনায় গত ৩০ সেপ্টেম্বর বিশেষ সাধরণ সভার পর আগামী ৩ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এতে ১১ টি পদে নির্বাচনে লড়বেন শ্রমিক নেতারা। তবে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কার্তিক কুমার শীল বলেন, এখনো নির্বাচন স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি। ৩ই নভেম্বর যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

একুশে সংবাদ/ এস কে

Link copied!