AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝালকাঠিতে জমি বিরোধকে কেন্দ্র করে ভোররাতে হামলা ও লুটের অভিযোগ



ঝালকাঠিতে জমি বিরোধকে কেন্দ্র করে ভোররাতে হামলা ও লুটের অভিযোগ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ আনইলবুনিয়া গ্রামের বটতলা বাজার এলাকায় ভোররাতে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ মে) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, হামলাকারীরা নিজেদের ‘পুলিশ’ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে এবং মারধর করে। পরে ঘর থেকে ৫টি মোবাইল ফোন ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। একই সময়ে বাইরে অবস্থান করা আরও প্রায় ৫০ জনের একটি দল তাদের ছয়টি দোকান ভাঙচুর করে মালামাল, কাঠ ও টিন ট্রাকে তুলে নিয়ে যায়।

পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় কয়েকজন ব্যক্তি এ হামলা চালায়। অভিযোগ করা হয়েছে, এক সময়ের পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের সূত্র ধরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে জমি বিক্রির পর থেকে হামলার হুমকি পেয়ে আসছিলেন তারা।

এ ঘটনায় আহত হারুন অর রশিদ (৬৫) কাঁঠালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর ছেলে মেহেদী হাসান বলেন, “হামলাকারীরা অস্ত্র নিয়ে এসেছিল। আমার দুই বোনকেও মারধর করা হয়েছে।”

অন্যদিকে, জমির বর্তমান মালিকানা দাবি করে হারুনের শ্যালক ফয়সাল হোসেন বলেন, “আমার পিতা আমাকে যে জমি দিয়েছেন, তা দীর্ঘদিন ধরে আমার বোন ও তার স্বামী জোরপূর্বক দখল করে রেখেছেন। আমি বহুবার অনুরোধ করেও জমি পাইনি, তাই তা বিক্রি করেছি।”

স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয়, জমি নিয়ে পারিবারিক বিরোধের বিষয়টি অনেকদিনের। তবে কারা হামলা চালিয়েছে, তা তারা নিশ্চিতভাবে বলতে পারেননি।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বলেন, “ঘটনার তদন্ত চলছে। জনবল সীমিত থাকায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ// ঝা.প্র//এ.জে

Shwapno
Link copied!