ব্রাহ্মণবাড়িয়া শহরের মর্ধ্যপাড়া এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সুমন মিয়া (৪৮) কে গ্রেপ্তার করে। (১৮ অক্টোবর) রাত সাড়েঁ দশটার দিকে অভিযানে আটকৃত যুবলীগ নেতার কাছ থেকে এসময় একটি পুরাতন বিদেশি মডিফাইড পিস্তল ও ৩ রাউন্ড কার্তুজ এবং ১টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। সে শহরের মর্ধ্যপাড়া এলাকার আওয়ামীলীগ নেতা মুসলিম মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, যৌথ বাহিনীর অভিযানে আটকৃত সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার রুজুর প্রক্রিয়া চলছে। এছাড়া বিরুদ্ধে থানায় আরো কয়েকটি মামলার গ্রেফতারি পরোয়ানা আছে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

