AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসী আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কক্সবাজার
০৬:০৩ পিএম, ১৬ আগস্ট, ২০২৪
ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার আশ্রয় শিবির থেকে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক ( এডিআইজি ) মোহাম্মদ ইকবাল জানান, শুক্রবার (১৬ আগস্ট) ভোরে উখিয়া উপজেলার ৮ নম্বর বালুরমাঠ রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

আটকরা হলো: উখিয়া উপজেলার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১৭ ব্লকের মো. সিদ্দিকের ছেলে মো. রহিম (২৪), ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১০ ব্লকের সাবের আহম্মদের ছেলে মোহাম্মদ নুর (২৭) এবং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের মোহাম্মদ জাফরের ছেলে মোহাম্মদ ফয়েজ (৩২)।

স্থানীয়দের বরাতে মোহাম্মদ ইকবাল বলেন, শুক্রবার ভোরে উখিয়া উপজেলার ৮ নম্বর বালুরমাঠ রোহিঙ্গা ক্যাম্পে কতিপয় লোকজন অপরাধ সংঘটনের জন্য সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে ৪/৫ জন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটকদের দেহ তল্লাশি করে দেশীয় তৈরি ৩ টি বন্দুক ও ৯ টি গুলি পাওয়া যায়।

এপিবিএন পুলিশের এ কর্মকর্তা বলেন, আটকরা চিহ্নিত সন্ত্রাসী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে খুন, অপহরণ ও ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান মোহাম্মদ ইকবাল।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!