AB Bank
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা শুরু


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৭:৪৮ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪
কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা শুরু

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের কালাইয়ে তিন দিন (২৪-২৬ এপ্রিল) ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায়  উপজেলা পরিষদ চত্বরে বর্নাঢ্য আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুল হায়াত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি নিয়ে  ৯ ষ্টল প্রদর্শিত হয়। উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার ষ্টলগুলি পরিদর্শন করেন। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়। অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বাবু মনিশ চৌধুরী ও কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী। 

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ আবুল হায়াত বলেন, কৃষকদের হাত দিয়েই কৃষিতে বিপ্লব এসেছে। কৃষিতে সারের জন্য সরকার ৩২ কোটি টাকা ভর্তুকি  দিয়েছে। এ ছাড়াও বীজতলা তৈরি করতে প্রনোদনা সহ কৃষকদের বিভিন্ন ধরনের সহয়াতা দিচ্ছে। কৃষকদের সোনার হাত দিয়ে এভাবেই সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়েছে। কৃষিতে আরো বিপ্লব ঘটবে বলে প্রতশ্যা করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: আমিনুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সালজারুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আবদুল্লাহ এবং মেলার আয়োজন করেন কালাই উপজেলা কৃষি সস্প্রাসরণ অধিদপ্তর। আলোচনা সভা শেষে ১০০ জন কৃষকদের মাঝে ৫শ কেজি ধান বীজ, ১ হাজার কেজি MOP এবং ১ হাজার কেজি DAP আউশ চাষের জন্য প্রনোদনা হিসেবে বিতরণ করা হয়। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!