AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় ৩১তম বইমেলার উদ্বোধন কাল: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি


ভাঙ্গুড়ায় ৩১তম বইমেলার উদ্বোধন কাল: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রতি বছরের ন্যায় এবারও পাবনার ভাঙ্গুড়ায় ৭ দিনব্যাপী ৩১তম বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে আগামীকাল।

উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের কোষাধ্যক্ষ নাজমুল হুদা কালু জানান, সচেতনের বইমেলা ও সাংস্কৃতিক উৎসব এখন শুধুমাত্র ভাঙ্গুড়াবাসীর মেলা নয়। এটি সমগ্র চলনবিল অঞ্চলের লাখো মানুষের প্রাণের মেলায় পরিণত হয়েছে।

সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবু সাঈদ বাদশা একুশে সংবাদ. কমকে জানান, বই হোক মানুষের সবচেয়ে ভালো বন্ধু ও নিত্যসাথী‌। সুস্থ বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম ও সভ্যতা বিকাশের চাবিকাঠি। আগামীকাল বিকেলে পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি মহোদয় আনুষ্ঠানিকভাবে এ বই মেলার উদ্বোধন করবেন।

জানা গেছে, ১৯৮৬ সালে ভাঙ্গুড়া সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদ প্রতিষ্ঠিত হয়। সকল শ্রেণি পেশার মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়ানো ও অসাম্প্রদায়িক সমাজ গঠনই যার মূল উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়েই বিগত ৩০ বছর যাবৎ বইমেলা ও সাংস্কৃতিক উৎবের আয়োজন করে আসছে। সাত দিনব্যাপী এই বইমেলা ও সাংস্কৃতিক উৎসব চলবে আগামী  শনিবার (২০ এপ্রিল) পর্যন্ত।

 

একুশে সংবাদ/বিএইচ


 

Link copied!