AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে মৃত ছাত্রলীগ নেতার টাকা আত্মসাতের অভিযোগ


শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে মৃত ছাত্রলীগ নেতার টাকা আত্মসাতের অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মৃত ছাত্রলীগ নেতা রহমত উল্যাহ পাটওয়ারীর লাশ দাফন ও তার রেখে যাওয়া দুই বছরের এতিম কন্যা সন্তানের টাকা আত্মসাতের পায়তারা করার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক লীগের একাংশের আহবায়ক মামুন ভূঁইয়া বিরুদ্ধে।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বেশ কয়েকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সমাধান না হওয়ায় রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃত মোঃ রহমত উল্যাহ পাটওয়ারীর বড় ভাই মোঃ রাজু হোসেন। মামুন রামগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড টামটা গ্রামের ভূঁইয়া বাড়ির ওয়াজী উল্যাহ ভূঁইয়ার ছেলে ও সর্ম্পকে ছাত্রলীগ নেতা রহমত উল্যাহ পাটোয়ারীর স্ত্রীর বড় ভাই।

রামগঞ্জ থানায় দায়েরকতৃ অভিযোগের সূত্রে জানা যায়, ২০২২ সালে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত উল্যাহ পাটওয়ারী সৌদি আরবের রিয়াদে হৃদরোগে আক্রান্ত মৃত্যুবরন করেন। ছেলের শোকে রহমত উল্যাহ পাটোয়ারীর মা হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন।

মোঃ রহমত উল্যাহ পাটওয়ারীর মৃত্যুর পর তাকে সৌদি থেকে বাংলাদেশে আনার জন্য বন্ধু বান্ধবসহ সকল আত্মীয় স্বজনদের সহযোগিতা থাকলেও, তার নিজের স্ত্রীর বড় ভাই মামুন ভূঁইয়া বিভিন্ন কাগজপত্র নিজেদের মত করে তৈরি করে নেয়। ওয়ারিশ সনদে মোঃ রহমত উল্যাহ পাটওয়ারীর পুরো পরিবারের সদস্যদের বাদ দিয়ে নিজের বোন ও ভাগনির নাম দিয়ে কাগজপত্র তৈরি করেন।

পরবর্তী সময় মৃত মোঃ রহমত উল্যাহ পাটওয়ারীর জন্য, বৈদেশিক জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ৭লাখ টাকা এবং রহমত উল্যাহ পাটােয়ারীর শুভাকাঙ্খীদের থেকে প্রায় ৪/৫ (চার /পাঁচ) লক্ষ টাকাসহ কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টায় রয়েছে মৃত রহমত উল্যাহর স্ত্রী ও তার ভাই মামুন ভূঁইয়া।

রহমতের বড় ভাই রামগঞ্জ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাজু হোসেন জানান, আমার ছোট ভাই রহমতের স্ত্রী বর্তমানে অন্যত্র বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার চালিয়ে যাচ্ছে। আর আমার মা হসপিটালে ভর্তি রয়েছে। তিনি আরো জানান, আমার ভাইয়ের মৃত্যুর ঘটনায় বৈদেশিক জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আসা নগদ সাত লক্ষ টাকা এবং বিভিন্ন বন্ধু বান্ধব থেকে আসা নগদ ৪/৫ লাখ টাকাসহ প্রায় ১০/১২ লাখ টাকা হাতিয়ে নিয়ে যায় তার স্ত্রী ও বউয়ের ভাই মামুন ভূঁইয়া।

আমাদের একটাই দাবি ছিল রহমতের তিন লক্ষ টাকা ঋণ পরিশোধ করে বাকি টাকা রহমতের অনাথ ও অপ্রাপ্ত বয়স্ক কন্যা সন্তানের নামে ব্যাংকে এফডিআর করে রাখা। কিন্তু তারা তা না করে পুরো টাকাটাই আত্মসাত করার পায়তারা করছে।

আমার ভাতিজির ভবিষ্যত চিন্তা করে আমরা কয়েকবার বৈঠকের ব্যবস্থা করলেও শ্রমিক লীগের নেতা পরিচয় দানকারী মােঃ মামুন কালক্ষেপন শুরু করায় আমরা আইনের আশ্রয় নিয়েছি। এই বিষয়ে মামুন ভূঁইয়ার মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া যায়নি।

স্থানীয় কাউন্সিলর শহীদ পাটওয়ারী জানান, বিষয়টি শুনেছি। তবে মামুন ভূঁইয়া কারোই ফোন ধরে না। তার এমন কর্মকান্ড আসলেই নিন্দনীয় ও দুঃখজনক।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/সা.হো.উ/সা.আ

Link copied!