AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় পতাকা অবমাননা করে বাড়িতেই থাকলেন প্রধান শিক্ষক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাজশাহী
০২:১৫ পিএম, ২৬ মার্চ, ২০২৪
জাতীয় পতাকা অবমাননা করে বাড়িতেই থাকলেন প্রধান শিক্ষক

রাজশাহীর গোদাগাড়ী উপাজেলার প্রসাদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ হোসেনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা ও মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন না করার অভিযোগ ঊঠেছে। এছড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে রাষ্ট্রবিরোধী কথাও বলেন বলে অভিযোগ রয়েছে।

মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ পালনের জন্য সরকারিভাবে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশনা আছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এসব নির্দেশনা কোনটাই পালন করেননি ওই প্রধান শিক্ষক।

বিশ্বস্থ সূত্রে জানা গেছে, সরকারের সকল নির্দেশনাকে অমান্য করে প্রধান শিক্ষক আলফাজ হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ স্কুলে উপস্থিত হননি। এছাড়াও নির্দেশনা মোতাবেক সূর্যদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন না করা, সেই সাথে চিত্রাংঙ্কন ও আলোচনা সভাও করেননি। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

একাধিক অভিভাবক জানান, এই স্কুলটি বহুদিন থেকে নানান অনিয়মে পরিচালিত হয়ে আসছে। প্রধান শিক্ষক স্বাধীনতা চেতনা বিরোধী হওয়ায় সরকারি নির্দেশনা পালনে অনিহা প্রকাশ ও বিভিন্ন কার্যক্ষেত্রে জাতির জনক ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে থাকেন। তার ঔদ্ধত্যপূর্ণ আচরনে শিক্ষকরা তেমনভাবে প্রতিবাদ করতে পারেন না। প্রতিবাদ করলে তাদের সাথেও খারাপ আচরণ করে থাকেন।

এসব বিষয়ে মুঠোফোনে প্রধান শিক্ষক আলফাজ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি স্কুলে গিয়ে পতাকা উত্তোলন করেছি। কয়টার সময় পতাকা উত্তোলন করেছেন জানতে চাইলে তিনি বলেন, সকাল সাড়ে ৯ টায় গিয়ে পতাকা উত্তোলন করেছিলাম। পৌনে ১২ টার দিকে স্কুল থেকে আসার সময় নামিয়ে দিয়ে চলে এসেছি। সূর্যদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন ও সূর্যাস্তের সময় পতাকা নামানোর নিয়ম না মেনে আপনি জাতীয় পতাকার অবমাননা করেছেন বললে তিনি থমকে যান।

এছাড়াও চিত্রাংঙ্কন ও আলোচনা সভা করার ছবি চাইলে তিনি ছবি সেভাবে উঠানো হয়নি বলেও জানান। অন্য শিক্ষকদের উপস্থিতিতে এসব পালন করা হয়েছে। তাদের নামা ও মোবাইল নং চাইলে তিনি কণ্ঠস্বর নিচু করে এসব বিষয়ে কোন কিছু না করার জন্য অনুরোধ জানান এবং এখনি স্কুলে যাচ্ছি বলে তোড়জোর শুরু করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার বিষয়টি তিনি অস্বীকার করেন।

এসব বিষেয় গোদাগাড়ী উপজেলা প্রশাসনের ২৬ মার্চ জাতীয় পতাকা উত্তোলন ও পর্যবেক্ষণ উপকমিটির আহ্বায়ক সহকারি কমিশনার (ভূমি) জাহিদ হাসান ও উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

২৬ মার্চ জাতীয় পতাকা উত্তোলন ও পর্যবেক্ষণ উপকমিটির সদস্য ও উপজেলা শিক্ষা অফিসার আল মামুন জানান, আমি সকালে কয়েকটি স্কুলে মোবাইল ফোনে খোঁজ খবর নিয়েছি। এই বিষয়টি জানানেই। আপনি ফোন করে জানালেন ভালো করলেন। বিষয়টি জাতীয় পতাকা উত্তোলন ও পর্যবেক্ষণ উপকমিটির আহ্বায়ক সহকারি কমিশনার (ভূমি) জাহিদ হাসানের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা।


একুশে সংবাদ/আ.ব.প্র/জাহা

 

 

Link copied!