AB Bank
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের বিশেষ অভিযান


কালীগঞ্জে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের  বিশেষ অভিযান

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধগতির কারণে সারাদেশের ন্যায় কালীগঞ্জেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ ভোগ্য পণ্য যাতে সঠিক দামে কিনতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান।

শুক্রবার (১৫ মার্চ) সকালে কালীগঞ্জ বাজারে বিভিন্ন মালামাল ক্রয় করতে আসা ক্রেতাদের কাছে জানতে চাইলে একাধিক ক্রেতা জানান, রমজান শুরু হতেই দ্রব্যমূল্য সাধারণের ক্রয়সীমার বাইরে চলে গেছে। নিত্যপণ্য ক্রয় করতেহিমশিম খেতে হচ্ছে নিন্ম আয়ের মানুষের। ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও সকলের উচিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখা।

কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারায় দুটি মামলায় দুই জনকে চার হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আজিজুর রহমান। এ সময় বেঞ্চ সহকারী মেহেদী জামান, আনসার সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন।

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান জানান, মাসিক আইনশৃঙ্খলা সভায় বিশেষ আলোচনার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সারাদেশের ন্যায় উপজেলা প্রশাসন ইতোমধ্যে কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বিশেষ বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত অভিযান অব্যাহত রয়েছে।

একুশে সংবাদ/এস কে
 

Link copied!