AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় রোজার প্রথম দিনেই সবজির বাজারে আগুন: দিশেহারা ক্রেতারা


ভাঙ্গুড়ায় রোজার প্রথম দিনেই সবজির বাজারে আগুন: দিশেহারা ক্রেতারা

রমজানের শুরুতেই পাবনার ভাঙ্গুড়ায় সবজি বাজারে সবকিছুরই আকাশছোঁয়া দাম। পটল ৮০ টাকা কেজি, করলা ৮০ টাকা ও শসা ৮০ টাকা। অন্যান্য সবজির দামও কিছুটা বেড়েছে। 

রমজানের বাড়তি চাহিদা থাকায় দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব জিনিসের দাম বেড়েছে। তবে বাজার নিয়ন্ত্রণে এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 

সরেজমিনে মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি সবজির দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে।

মঙ্গলবার উপজেলার বাজারে সবজির দাম কেজিপ্রতি: পটল ৮০, বেগুন ৩০ থেকে ৪০, শসা ৬০, টমেটো ৫০, গাজর ৪০, করলা ৮০, মিষ্টি কুমড়া ৪০ টাকা, শিম ৩৫ থেকে ৪০, লাউ প্রতি পিচ ৪০, পুঁইশাক ২৫, লেবু প্রতি হালি ৫০ থেকে ৬০, পেঁয়াজ ও কাঁচা মরিচ ৮০ টাকা। 

বাজার করতে আসা হাফিজুল ইসলাম বলেন, রমজান সামনে রেখে আবার প্রতিটা সবজির দাম বাড়তে শুরু করেছে। এখনই যদি এভাবে দাম বাড়তে থাকে, পুরো রমজান মাস তো পড়েই রয়েছে।

খুচরা ব্যবসায়ী মানিক হোসেন বলেন, আমাদের কিছু করার নেই, বেশি দামে কিনে আনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমদানি কম হওয়ার কারণে দাম বেড়েছে। সব সবজির দামি গত হাটের চেয়ে কিছুটা বেড়েছে। 

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন বলেন, অতি দ্রুত বাজার মনিটরিং করা হবে। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত নিলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!