রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গিরিয়ার গ্রামে গিরিয়ার পাড় শ্মশান হতে নগরবন্ধ পাকা রাস্তা পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রংপুর ১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, সহকারী প্রকৌশলী মামুন মিয়া, সজিবুল ইসলাম (সজীব), জাপা নেতা বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম মিয়া, ঠিকাদার আব্দুর রব রাঙ্গা, সুরুজ মিয়া`র উপস্থিতিতে দোয়া মোনাজাত করেন উত্তরপানা পুকুর গিরিয়ারপার জামে মসজিদের খতিব সোহাগ মিয়া।
এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে এমপি আসাদুজ্জামান বাবলু উপজেলার লক্ষীটারী ইউনিয়নের খানাটারি গ্রামে সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করেন।
একুশে সংবাদ/ও.ব.প্র/জাহা
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
