AB Bank
ঢাকা মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষিজমিতে অবৈধ মাটি কাটায় সাবেক ইউপি সদস্যসহ একজনের কারাদন্ড


Ekushey Sangbad
পবিত্র কুমার, বগুড়া
০৬:৫৫ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
কৃষিজমিতে অবৈধ মাটি কাটায় সাবেক ইউপি সদস্যসহ একজনের কারাদন্ড

বগুড়ার আদমদীঘিতে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় সাবেক ইউপি সদস্যসহ মোট দুইজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নসরৎপুর ইউনিয়নের পুসিন্দা এলাকায় অবৈধ ভাবে কৃষি জমিতে মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জমির মালিক আসাদুজ্জামান (৬৫) ও সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদকে (৩৮) কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদলতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নসরৎপুর ইউনিয়নের পুসিন্দা গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে আসাদুজ্জামান (৬৫) ও ছাতিয়াগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামের মুনসুর আলী মন্ডলের ছেলে ও সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ (৩৮)।

আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগে পুসিন্দাগ্রামে অভিযান চালানো হয়। এসময় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে জমির মালিক আসাদুজ্জামানকে তিন মাসের কারাদন্ড ও সরকারি কাজে বাধা দেওয়াই ছাতিয়ানগ্রামের সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদকে দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।’

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!