ফরিদপুরের আলফাডাঙ্গায় মো. আশিক মুন্সি (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আশিক মুন্সি পাশ্ববর্তী কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের নিরু মুন্সির ছেলে।
রোববার (৩ ডিসেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার সন্ধ্যায় উপজেলার কামারগ্রাম পূর্বপাড়া মাদ্রাসা মোড় থেকে তাকে গ্রেফতার করেন আলফাডাঙ্গা থানা পুলিশ । পরে আশিক মুন্সির শরীর তল্লাশি করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. হাবিল হোসেন জানান, ‘ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।’
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :