AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবৈধভাবে রাস্তার গাছ কাটলেন সাবেক মেম্বার!


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৮:৪৬ পিএম, ৩ জুলাই, ২০২৩
অবৈধভাবে রাস্তার গাছ কাটলেন সাবেক মেম্বার!

পঞ্চগড়ের বোদা উপজেলেয় অবৈধ ভাবে প্রভাব খাটিয়ে টেন্ডার ছাড়াই রাস্তার পাশে থাকা সাতটি ইউক্যালিপটাস গাছ কেটেছেন অখিল চন্দ্র রায় নামে এক সাবেক ইউপি সদস্য।

 

সোমবার (৩ জুলাই) বিকেলে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের কাদেরপুর এলাকায় আঞ্চলিক সড়কের পাশে থাকা ১৪টি ইউক্যালিপটাস গাছের মধ্যে ৭টি গাছ কেটে নেন অখিল মেম্বার। এ ঘটনাটি ধামা চাপা দেয়ার জন্য সুধির নামে এক প্রতিবন্ধী ব্যক্তির নামও ব্যবহার করছেন।

 

জানা যায়, স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনকে অবগত না করার পাশাপাশি টেন্ডার ছাড়াই রাস্তার পাশে থাকা সারিবদ্ধ ১৪টি ইউকিলিপ্টাসের গাছের মধ্যে সাতটি গাছ কেটে নেন তিনি।

 

গাছ কাটার টেন্ডারের বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলতে গেলে খবর পেয়ে সাবেক মেম্বার অখিল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি এড়িয়ে যান। এসময় তিনি সাংবাদিকদের জানান, আমাদের নিজেদের গাছ, তাই আমরা কাটছি। যদি কিছু করার থাকে করেন। একই সময় তিনি সুধির নামে এক প্রতিবন্ধী ব্যক্তির গাছ বলে নামও ব্যবহার করেন।

 

গাছ কাটা শ্রমিক ইসাহাক আলী জানান, অখিল মেম্বার আমাদের রাস্তার পাশে থাকা গাছ কাটার জন্য নিয়ে আসেন। আমরা এখন পর্যন্ত সাতটি গাছ কেটেছি। এর বাইরে কিছু আমরা জানি না।

 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সন্তোষ কুমার জানান, গাছ কাটার বিষয়ে আমি কিছু জানি না। আমাকে কেও কোন কিছু অবগত করে নি।

 

ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, বিষয়টিতে অবগত ছিলাম না। আমরা দেখতেছি, তারা রাস্তার গাছ কাটলো কেন।

 

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশা জানান, আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দ্রুত অবগত করছি ব্যবস্থা নেয়ার জন্য।

 

বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুজ্জামান জানান, ইউএনও মহদয় বিষয়টি জানিয়েছেন। খবর পেয়ে স্থানীয় ভূমি অফিসের তসিলদারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। রাস্তার পাশের গাছ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সাবেক মেম্বার অখিল চন্দ্র রায় রাস্তার পাশে থাকা কাটা গাছগুলো করাত মিলে নিয়ে যেতে দেখা যায়।

 

একুশে সংবাদ/ড.ব.প্র/জাহা

Link copied!