AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নানিয়ারচরে ম্যালেরিয়া নির্মূলে কীটনাশক যুক্ত মশারী বিতরণ


Ekushey Sangbad
নিউটন চাকমা, রাঙামাটি
০৪:৫৩ পিএম, ২৮ মে, ২০২৩
নানিয়ারচরে ম্যালেরিয়া নির্মূলে কীটনাশক যুক্ত মশারী বিতরণ

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সহযোগী সংস্থা ব্র্যাক এনজিও এর যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আলোকে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে মালেরিয়া নির্মূল করার লক্ষ্যে  কীটনাশকে চুবানো মশারী (LLIN /ITN)  বিতরণ উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার (২৮মে) নানিয়ারচর উপজেলা মিলনায়তনে আয়োজিত ম্যালেরিয়া দীর্ঘস্থায়ী নির্মূলের লক্ষো কীটনাশক যুক্ত মশারী বিতরণ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা নুয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারমান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার মুকতার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা নুয়েন খীসা, ভারপ্রাপ্ত থানা কর্মকর্তা সুজন হাওলাদার, ব্র্যাক এনজিও নানিয়ারচর উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার জেপেলিন চাকমা, নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

অপরদিক কাউখালী, কাপ্তাই সহ কয়েকটি উপজেলাতে স্থানীয় এলাকাবাসীদের মাঝে ম্যালেরিয়া নির্মূলের জন্য কীটনাশক যুক্ত মশারী বিতরণ করা হয়েছে।

 

একুশে সংবাদ.কম/নি.চা/বিএস

Link copied!