AB Bank
ঢাকা বুধবার, ২২ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে র‌্যালী ও শোভাযাত্রা


বাঘাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে র‌্যালী ও শোভাযাত্রা

রাঙ্গামাটির বাঘাইছড়িতে  গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে  বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা ও বৈশাখী পূর্ণিমা  উদযাপন করেছে উপজেলার পাহাড়ি সম্প্রদায়ের মানুষ।

 

 মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপনির্বান লাভের এই বিশেষ দিন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলার সর্বস্তরের পাহাড়ি জনসাধারণ বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে শোভাযাত্রা শেষে উপজেলার কাচালং নদীতে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয় এবং আতশবাজি ফোটানো সহ রঙিন বেলুন উড়িয়ে বুদ্ধের জন্মদিন উদযাপন করা হয়।

 

এসময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, উপজেলার বিভিন্ন বিহারের ধর্মীয় গুরু, জনপ্রতিনিধি  সহ স্থানীয় আওয়ামীলীগ নেতাগন উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন গৌতম বুদ্ধ একজন মহা মানব ছিলেন তিনি এই দিনে পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং ৬ বছর সাধনা শেষে এই দিনে বৌদ্ধত্ব লাভ করে  একই দিনে মহাপনির্বান লাভ করেন তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা যারা বৌদ্ধ ধর্ম মানি বিশ্বাস করি। আমরা জানি গৌতম বুদ্ধ বলেছেন বৌদ্ধ ধর্ম হলো শান্তির ধর্ম, অহিংসার ধর্ম তাই আমরা বাঘাইছড়ি সকলের উচিত বুদ্ধের এই বাণীর প্রতি সম্মান দিয়ে সকল জাতিগোষ্ঠীর মানুষ সকল হিংসা ভুলে শান্তির পতাকা তলে বাস করা।

 

পরে দেশ ও জাতির কল্যাণে উপজেলার তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহারে প্রার্থণার আয়োজন করা হয় এতে প্রায় ২ হাজার ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের লোক অংশ গ্রহন করেন।

একুশে সংবাদ.কম/সম 
 

Link copied!