AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাইবান্ধা
০৯:৩২ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৩

পলাশবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি

গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে একই পরিবারের বসতবাড়ির গোয়ালঘর ভস্মিভূতের ঘটনায় গরু-ছাগল পুড়ে ছাই হয়েছে। আকস্মিক অগ্নিকান্ডে পরিবারটির অন্ততঃ সাড়ে ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

 

জানা গেছে, সোমবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পল্লী হাসানখোর পশ্চিমপাড়া গ্রামের স্বর্গীয় নিমাই সরকারের ছেলে নিরাঞ্জন সরকার অন্যান্যদিনের ন্যায় রাতের খাবার শেষে স্বপরিবারে ঘুমিয়ে পড়েন।

 

এদিকে; গভীর রাত ১টার দিকে গোয়াল ঘরে মশা নিধনে ধোঁয়া দেয়ার জ্বলন্ত কয়েল ও গোবরের ঘুটিয়া থেকে আগুনের সূত্রপাত ঘটে। জ্বলন্ত আগুনের দাউ-দাউ লেলিহান শিখা দ্রুত গোটা গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে হালের বলদসহ ৪টি গরু এবং ১টি ছাগল নিমিষেই অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা যায়।

 

এলাকাবাসীরা আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে গরু-ছাগলসহ গোয়াল ঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও যাতায়াতের রাস্তা সংকুচিত থাকায় অগ্নিকান্ডের ঘটনাস্থলে পৌঁছার আগেই গোটা গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।  

 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সম্ভাব্য সহায়তা প্রদানের আশ্বাস দেন।

 

অপরদিকে; কিশোরগাড়ী সমাজকল্যাণ সংস্থা একটি তহবিল গঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থেকে সহায়তাদানের প্রতিশ্রুতি দিয়েছেন। গৃহপালিত গবাদিপশু মৃত্যের কারণে পরিবারটি বিমূর্ষ কান্না বিজড়িতসহ মুষড়ে পড়েছেন।

 

একুশে সংবাদ/আ.খা.প্রতি/এসএপি

Shwapno
Link copied!