হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাহুবল উপজেলার বাগানবাড়িতে সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের উদ্ধার করতে কাজ করছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, বাহুবল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার কাজে সহযোগিতা করছেন স্থানীয়রাও।
তিনি বলেন, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ যাত্রীবাহী বাস বাহুবলের বাগান বাড়ি এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন চারজন। এছাড়া আহত হয়েছেন আরো ২০ জন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর