গাইবান্ধায় কাভার্ড ভ্যান ও অটো রিক্সার মুখোমুখি সংষর্ষে একজন নিহত ও একজন আহত হযেছে। রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে সদর উপজেলার রেলগেট বালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ সানোয়ার হোসেন জানান, সকালে গাইবান্ধা-লক্ষীপুর সড়কে গাইবান্ধা মুখি একটি অটোরিক্সা দুইযাত্রী নিয়ে যাচ্ছিল পথে বালুয়া এলাকায় অপরদিক থেকে আসা একটি কুরিয়ার সার্ভিসের কার্ভাড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটো চালক রফিকুল ইসলাম ও এক যাত্রী হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে আনলে চিকিৎসক অটো চালক রফিকুল ইসলামকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও চালকের সহকারি ও কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ।
নিহত অটো চালক রফিকুল ইসলাম জেলার সাদুল্লাপুর উপজেলার কিশামত হামিদ গ্রামের খবির উদ্দিনের ছেলে।
একুশে সংবাদ/মা.সা.প্র/জাহাঙ্গীর