AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারেক রহমানই হবেন আগামীর বাংলাদেশের সরকার প্রধান — মোরেলগঞ্জে কাজী শিপন



তারেক রহমানই হবেন আগামীর বাংলাদেশের সরকার প্রধান — মোরেলগঞ্জে কাজী শিপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন আগামীর বাংলাদেশের সরকার প্রধান—এমন মন্তব্য করেছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার ১৫ নং সদর ইউনিয়নের বিশারিঘাটা বাজারে অনুষ্ঠিত এক পথসভায় তিনি বলেন, “যত দ্রুত জাতীয় নির্বাচন হবে, তত দ্রুতই দেশে রাজনীতির স্থিতিশীলতা ও সুশাসন ফিরে আসবে।”

উক্ত পথসভাটি আয়োজন করে সদর ইউনিয়ন বিএনপি। এতে বিএনপির ঘোষিত ‍‍`রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা‍‍` কর্মসূচির তাৎপর্য তুলে ধরা হয় এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আব্দুর রহিম তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এবং জনসম্পৃক্ত আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল জোমাদ্দার ও ফকির রাসেল আল ইসলাম, নিশানবাড়ীয়া ইউনিয়নের নেতা মতিউর রহমান বাচ্চু, বারইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুল বাবুল, ও অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু প্রমুখ।

বক্তারা আসন্ন উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি পদে শহিদুল হক বাবুলের সমর্থনে বক্তব্য দেন এবং বলেন, “দলকে সুসংগঠিত ও আন্দোলনমুখী করতে বাবুল একজন উপযুক্ত নেতৃত্ব।”

পথসভা শেষে একটি বর্ণাঢ্য মিছিল বিশারিঘাটা বাজার এলাকা প্রদক্ষিণ করে। এতে নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান ও ‘৩১ দফা’র প্রচারে জনসচেতনতামূলক শ্লোগান দেওয়া হয়।

 

একুশে সংবাদ//বা.প্র//এ.জে

Shwapno
Link copied!