"বিএনপি ক্ষমতায় গেলে পুলিশ ও বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে। তবে তার আগেই পুলিশের সংস্কার চাই,"—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষীরহাটে এক পথসভায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, "গত ১৫ বছর ধরে আমাদের একটাই অপরাধ—বিএনপি করা। এই সময় পুলিশ আমাদের ছেলেদের ওপর অন্যায়ভাবে নির্যাতন করেছে। আমরা চাই পুলিশ আর কখনও রাজনৈতিক নির্দেশে চলবে না।"
মির্জা ফখরুল বলেন, ১৯৪৭ সালের মতো বাংলাদেশেও ধর্মীয় বিভাজন তৈরি করার চক্রান্ত চলছে। "পলাতক হাসিনা ও তার দল দেশে ধর্মীয় গোলযোগ সৃষ্টির পরিকল্পনা করছে," অভিযোগ করে তিনি বলেন, "আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়কে শুধু ভোটের সময় ব্যবহার করে।"
তিনি আরও বলেন, "আমরা ধর্মীয় হানাহানি চাই না, মিথ্যা মামলা চাই না। ছাত্ররা শান্তিপূর্ণ পরিবেশে পড়াশোনা করবে, কৃষকরা পাবে ফসলের ন্যায্য দাম—এমন দেশ চাই আমরা। তাই জনগণের সরকার গঠনে দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছি।"
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। পরে তিনি ইউনিয়নের আরও দুটি স্থানে গণসংযোগে অংশ নেন।
একুশে সংবাদ//ঠা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :