AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষকদের সহায়তায় এগ্রোমুকামের "স্টার্টআপ লোন" চুক্তি স্বাক্ষর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২৬ পিএম, ৫ জানুয়ারি, ২০২৪
কৃষকদের সহায়তায় এগ্রোমুকামের

কৃষির ইকোসিস্টেমে পরিবর্তন আনতে কাজ করছে এগ্রোমুকাম বিডি লিমিটেড। এটি মূলত হলো সর্বমুখী কৃষি ব্যবসাভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস, যা কৃষকদের সরাসরি নিজেদের প্রয়োজনীয় কৃষি পণ্য ক্রয় করতে এবং অন্যান্য কৃষিজাত পণ্যর ব্যবসা করার সুযোগ দেয়। প্ল্যাটফর্মটি জোরালোভাবে বিটুবি, এফটুবি (কৃষক থেকে ব্যবসায়িক), বিটুসি এবং এফটুসি প্রক্রিয়া সমর্থন করে।

সম্প্রতি এগ্রোমুকাম বিডি লিমিটেড মিডল্যান্ড ব্যাংকের  সাথে একটি "স্টার্টআপ লোন" চুক্তি স্বাক্ষর করেছে।

গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মিডল্যান্ড ব্যাংকের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান এবং এগ্রোমুকাম বিডি লিমিটেডের চেয়ারম্যান তোহিদুল আলম জেনিথ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এগ্রোমুকাম বিডি লিমিটেডের চেয়ারম্যান তোহিদুল আলম জেনিথ বলেছেন, ‘এগ্রোমুকাম একটি উদ্ভাবনী ই-কমার্স মার্কেটপ্লেস অ্যাপ তৈরি করেছে যা কৃষকদের কৃষি-পণ্য প্রস্তুতকারক ও বাজারজাত কোম্পানিগুলো থেকে সরাসরি ক্রয় করতে  এবং তথ্যভিত্তিক পরামর্শ ও পরিষেবা গ্রহণের সুযোগ দেয়।’ 

তৌহিদুল আলম জেনিথ আরও বলেন, ‘আমাদের প্ল্যাটফর্মটি কৃষক এবং কৃষি ব্যবসার স্টেকহোল্ডারদের সহযোগিতার জন্য সকলকে “এক ছাতার” নিচে এনে সব সমস্যার সমাধানের সুযোগ সৃষ্টি করেছে।’

একুশে সংবাদ/এস কে 

 

Link copied!