AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফেসবুকে ফাঁস "প্যাডম্যান"


Ekushey Sangbad

০৩:১৮ পিএম, ফেব্রুয়ারি ১২, ২০১৮
ফেসবুকে ফাঁস

একুশে সংবাদ : বাহুবলী, পদ্মাবতের এবার প্যাডম্যান৷ সাম্প্রতিককালে যে সব ছবি সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে গিয়েছে মুক্তির পরে পরেই তার মধ্যে এবার নয়া সংযোজন প্যাডম্যান৷ মুক্তির পরেই ফেসবুক লিক হয়ে যায় অক্ষয় অভিনীত প্যাডম্যান ছবিটি৷ এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়৷ এরপরেই ছবির নির্মাতারা তিন রাজ্যের সাইবার সেলে অভযোগ দায়ের করেন৷ এর আগে পদ্মাহবতের লাইভ স্ট্রিমিং হয়েছিল ফেসবুকে৷ মুক্তির পরেই প্যাডম্যান ছবিটি যথেষ্ট প্রশংসিত সামলোচকমহলেও৷ প্রথম দিনেই উপার্জন ১০.২৬কোটি টাকা৷ তবে সোশ্যাল মিডিয়ায় ছবি এভাবে লিক হয়ে যাওয়ায় সেই উপার্জনে যে বেশ কিছুটা প্রভাব পড়বে তা বলাই বাহুল্য৷ এর আগে ইমরান হাসমির ছবি রাজ রিবুট মুক্তির আগে অনলাইনে লিক হয়ে যায়৷ ইমরান ভক্তদের ট্যুইট করে ছবিটি হলে দেখার অনুরোধ করেছিলেন৷ যদিও ছবির পরিচালক বিক্রম ভাট ছবির লিক হওয়ার ঘটনা অস্বীকার করেছিলেন৷ এবং তিনিই নাকি জানিয়েছিলেন যে ছবির নকল ফাইলটি তিনিই প্রকাশ করে ফেলেছিলেন৷ এভাবেই পার্চড, উড়তা পাঞ্জাব, সুলতান, গ্রেট গ্র্যান্ড মস্তি, কওয়ালি, বাহুবলীর মতো বহু ছবি লিক হয়ে যায়৷ পদ্মাবত, যে ছবি নিয়ে এত হইচই তাও ফেসবুকে লিক হয়ে গিয়ে ভাইরাল হয়ে যায়৷ যদিও ততোদিনে ছবির উপার্জন স্বস্তিজনক পর্যায়ে পৌঁছে যায় বলে অনেকের মত৷ কিন্তু বারবার এই ধরনের ঘটনায়, সাইবার সেল থাকা সত্ত্বেও পাইরেসি যে কিভাবে বেড়ে চলেছে তা নগ্নভাবে প্রকাশ পাচ্ছে৷ সূএ : কলকাতা ২৪ একুশে সংবাদ // এস.বা.প্র // ১২.০২.২০১৮
Link copied!