AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী


Ekushey Sangbad

০৭:৪৮ পিএম, এপ্রিল ২৭, ২০১৬
মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী

একুশে সংবাদ : অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও বাঙালি জাতীয়তাবাদের ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৩ সালের এই দিনে এ মহান নেতার মৃত্যু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। বাণীতে রাষ্ট্রপতি বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হকের অসাধারণ ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা আগামী প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শেরে বাংলা এ অঞ্চলের মানুষের শিক্ষা, রাজনীতি, সমাজ সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। বাণীতে আবদুল হামিদ শেরে বাংলা এ কে ফজলুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। বাণীতে প্রধানমন্ত্রী শেরে বাংলাকে ‘বাংলার কৃষক ও মেহনতি জনতার অকৃত্রিম বন্ধু আখ্যায়িত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বাংলার গরিব-দুঃখী মানুষের জন্য শেরে বাংলা এ কে ফজলুল হক এর অসীম মমত্ববোধ এ দেশের মানুষকে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, শেরে বাংলা এদেশের কৃষকদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সারাজীবন সংগ্রাম করেছেন। শেখ হাসিনা মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাত করেন। দিবসটি পালনে শেরে বাংলা এ কে ফজলুল হকের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে আওয়ামী লীগ, বিএনপি, শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ, শের-ই-বাংলা পরিষদ, বাংলাদেশ সাংস্কৃতিক আন্দোলন, ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠন। সকাল সাড়ে ৭টায় আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও তাঁর পবিত্র আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ মাগরিব বনানীর সি ব্লকে ৩২ নম্বর রোডে তার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আজ বিকাল সাড়ে তিনটায় আলোচনা সভার আয়োজন করেছে শের-ই-বাংলা পরিষদ। সকাল সাড়ে ৮টায় মরহুমের মাজার প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ ও বিশ্ব বাঙালি সম্মেলন। একুশে সংবাদ ডটকম //এ// ২৭-০৪-১৬
Link copied!