AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে নতুন পদ্ধতিতে চাষ সংরক্ষণশীল


Ekushey Sangbad

১১:০৪ এএম, ফেব্রুয়ারি ৫, ২০১৬
নড়াইলে নতুন পদ্ধতিতে চাষ সংরক্ষণশীল

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার সদর ঊপজেলার মাইজপাড়া ডিগ্রি কলেজে নতুন চাষ পদ্ধতি সংরক্ষণশীল কৃষি (কনজারভেশন এগ্রিকালচার) এর উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নড়াইল, বৃহস্পতিবার ০৪ ফেব্রুয়ারী, ২০১৬। ঊক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ঊপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপপরিচালক কৃষিবিদ শেখ আমিনুল হক ও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো: নজরুল ইসলাম, আন্তর্জাতিক ভূট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) এর মেশিনারী ডেভেলপমেন্ট অফিসার, ইঞ্জিনিয়ার সুবল চন্দ্র মন্ডল, জাগরণী চক্র ফাউন্ডেশনের টেকনিক্যাল ফ্যাসিলিটেটর মো: হাফিজুর রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: শোভন সরদার। প্রশিক্ষনার্থী কৃষকরা প্রশিক্ষণ পেয়ে ও প্রদর্শণী জমি দেখে খুবই খুশি এবং ফলন ১৫-১৬ মন হবে বলে জানান। এছাড়াও এই পদ্ধতিতে আগামীতে চাষের পরিমান আরও বাড়াবে বলে জানান। অত্র প্রকল্পের ইঞ্জিনিয়ার সুবল চন্দ্র মন্ডল বলেন, এ চাষ পদ্ধতিতে জমিতে পূর্ববর্তী ফসলের ৮-১০ ইঞ্চি নাড়া রেখে সিডার মেশিনের সাহয্যে একই সাথে সরু লাইনে জমি চাষ ও বীজ বপন করা যায়। এর ফলে জমিতে জৈব পদার্থ যোগ হয়, মাটির স¦াস্থ রক্ষা ও উর্বরতা বৃদ্ধি পায় এবং লবনাক্ততা কমে। এছাড়াও এই পদ্ধতিতে কৃষকের উŤপ্দন খরচ ৬০% কমে যাবে বলে জানান। প্রধান অতিথি কৃষিবিদ শেখ আমিনুল হক তার আলোচনায় বলেন, সংরক্ষণশীল কৃষি শ্রমিক, সময়, পানি/সেচ এবং টাকা সাশ্রয় করবে, আগাম ফসলের চাষ ও বাড়তি আয় করতে সাহায্য করবে । এ পদ্ধতিতে ধান, গম, ভূট্টা, ডাল শস্য এমনকি পাটও চাষ করা যায় এবং ফলন ১৫% বৃদ্ধি পায়। এছাড়াও এই পদ্ধতিতে গম ও ভূট্টা চাষের উপর ব্যপক আলোচনা করেন। বিশেষ অতিথি জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো: নজরুল ইসলাম বলেন, এ পদ্ধতিতে কম পরিশ্রমে ও কম খরচে বেশী ফলন পাওয়া যায়। এছাড়াও গম ও ভূট্টা সংগ্রহ ও সংরক্ষনের উপর ব্যপক আলোচনা করেন এবং এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণের জন্য সিমিটকে ধন্যবাদ জানান। ইউএসএআইডি এর অর্থায়নে সিসা-এমআই প্রকল্প, আন্তর্জাতিক ভূট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট), যশোর হাবের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকাসহ ২৫ জন কৃষকের উপস্থিতিতে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রশিক্ষণটি মাঠপর্যায়ে বাস্তবায়ন করেন। একুশে সংবাদ ডটকম/এস/০৫-০২-১৬
Link copied!