পর্যটকদের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিন উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় এ দাবি। জনজীবনে ব্যাপক ক্ষতি ও মানবিক সংকটের কথা বিবেচনায় তারা এ দাবি মেনে নেয়ার আহবান জানায়।

জোটের চেয়ারম্যান জনাব শিবলুল আজম কোরেশী বলেন, হোটেল-রিসোর্ট মালিকসহ সকল শ্রেণি পেশার মানুষের প্রবল আপত্তি সত্ত্বেও সরকার সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা এবং রাত্রি যাপন ও পর্যটক যাতায়াত সীমিত করার আত্মঘাতি সিদ্ধান্ত নিয়েছে। এরফলে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, পর্যটন ব্যবসার সাথে জড়িত অসংখ্য চাকুরীজীবি বেকার হয়ে পড়েছে। তাই মানবিক বিবেচনায় পর্যটকদের জন্য ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ উম্মুক্ত করে দেয়ার জোর দাবি জানান সংগঠনটির নেতারা।
একুশে সংবাদ//আ.টি//র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

