AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কত টাকা পেল চ্যাম্পিয়ন ভারত, অন্য সবার ঘরে এলো কত?


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:০৪ এএম, ১০ মার্চ, ২০২৫

কত টাকা পেল চ্যাম্পিয়ন ভারত, অন্য সবার ঘরে এলো কত?

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। দীর্ঘ এক যুগ পর শিরোপার স্বাদ পেল দলটি। রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। টানা তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল দলটি। সবমিলিয়ে টুর্নামেন্টে ভারতের এটি তৃতীয় শিরোপা।  

টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের পাশাপাশি চ্যাম্পিয়ন হিসেবে মোটা অঙ্কের প্রাইজমানি পেয়েছে ভারত। মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নরা পেয়েছে ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা (বাজার অনুযায়ী ডলারপ্রতি ১২২ টাকা ধরে)। রানার্সআপ হওয়া কিউইরা পেয়েছে ১১ লাখ ২০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা। 

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আগেই জানিয়েছিল, এবার বাড়বে প্রাইজমানির পরিমাণ। এবারের আগে সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। ৮ বছর পরের আসরে আইসিসি প্রাইজমানি বাড়িয়েছে ৫৩ শতাংশ।

সেমিফাইনাল থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পেয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। ১ লাখ ৪০ হাজার ডলার করে প্রাইজমানি উঠেছে সপ্তম ও অষ্টম হওয়া দলের হাতে। এছাড়া, অংশগ্রহণের জন্য ৮ দলের প্রত্যেককে দেয়া হয়েছে ১ লাখ ২৫ হাজার ডলার করে।

আর্থিক দিক বিবেচনায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটা খারাপ যায়নি বাংলাদেশের। তিন ম্যাচে ২ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শান্তর দল। অংশগ্রহণ ফির পাশাপাশি জয় ছাড়াই আরও আড়াই কোটি টাকা পেয়েছে টাইগাররা। পুরো টুর্নামেন্টে প্রাইজমানি হিসেবে বাংলাদেশ পেয়েছে প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!