চলতি মৌসুমে চেলসির হয়ে দারুন দক্ষতা প্রদর্শনের পুরস্কার পেয়েছেন কোল পালমার। ২০২৪ ইউরো বছাইপর্বের দুটি ম্যাচের জন্য কিছুটা বিলম্বে হলেও তাকে ডেকে পাঠিয়েছেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ গ্যারেথ সাউথগেট।
ইনজুরিগ্রস্ত জেমস ম্যাডিসন, লুইস ডাঙ্ক এবং ক্যালাম উইলসনের পরিবর্তিত হিসেবে মাল্টা ও উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে আসন্ন বছাইপর্বের ম্যাচের জন্য সাউথগেট দলে যুক্ত করেছেন পালমার, অ্যাস্টন ভিলার সেন্টার-ব্যাক এজরি কনসা এবং ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রিকো লুইসকে।
গতকাল ইনজুরি টাইমে পেনাল্টি থেকে কোল পালমারের গোলে ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছে চেলসি। ফলে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি ড্র হয়েছে ৪-৪ গোলে। এর আগে গত জুলাইয়ে ইউরোপীয় চ্যাম্পিয়নশীপে জয় পাওয়া ইংল্যান্ড অনুর্ধ-২১ দলের সদস্য ছিলেন তিনি।
নিয়মিতভাবে খেলার সুযোগ খুঁজে বেড়ানো ২১ বছর বয়সি এই স্ট্রাইকার গত সেপ্টেম্বরে আকষ্মিক ভাবে ৪২ মিলিয়ন পাউন্ডে সিটি ছেড়ে চেলসিতে যোগ দেন। নতুন ক্লাবের হয়ে চার গোল করে ইতোমধ্যে স্টামফোর্ড ব্রিজের সমর্থকদের মন জয় করে নিয়েছেন তিনি।
ইতোমধ্যেই জার্মানিতে অনুষ্ঠিতব্য ২০২৪ ইউরোতে খেলার যোগ্যতা অর্জন করা ইংল্যান্ড আগামী শুক্রবার ওয়েম্বলিতে আতিথেয়তা দিবে মাল্টাকে। তিন দিন পর সেখানে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে তারা।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :