আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাবারদির মাধ্যমে বাংলাদেশের ভক্তদের আর্জেন্টিনা জাতীয় দল ও অ্যাসোসিয়েশনের ধন্যবাদ পৌঁছে দেন এএফএ প্রধান।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এএফএ সভাপতির অফিসে প্রায় ২০ মিনিটের মতো ছিলেন গাবারদি। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার ব্যাপারে বাফুফের ইচ্ছার কথা জানিয়েছেন গাবারদি।
এএফএর বিবৃতিতে বলা হয়, এএফএ সভাপতির অফিসে প্রায় ২০ মিনিটের মতো বৈঠক করেন গাবারদি। এএফএর বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপ চলাকালে ‘এশিয়ান দেশটিতে আকাশি-সাদাদের প্রতি উন্মাতাল সমর্থন নিয়ে’ আলোচনা হয় দুই পক্ষে।
এএফএর বিবৃতিতে গাবারদির মন্তব্যও প্রকাশ করেছে, ‘বিশ্বকাপ চলাকালে ঢাকা এবং অন্যান্য শহরে সমর্থনের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লদিও তাপিয়া।’
বিবৃতিতে গাবারদি বলেন, ‘বিশ্বকাপ চলাকালে ঢাকা এবং অন্যান্য শহরে ভালোবাসামাখা সমর্থনের জন্য জাতীয় দলের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লদিও তাপিয়া।’
বাংলাদেশে আর্জেন্টিনা দলের প্রতি এই অকুণ্ঠ সমর্থন কেবল মেসিদের দেশেই নয়, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রচার করা হয়।
একুশে সংবাদ/স.প্রতি/এসএপি
আপনার মতামত লিখুন :