AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তৃণমূল বিএনপিতে তৈমূর, আজীবন বিএনপিতে থাকার ঘোষণা পরিবারের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩২ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

তৃণমূল বিএনপিতে তৈমূর, আজীবন বিএনপিতে থাকার ঘোষণা পরিবারের

বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত নাজমুল হুদার প্রতিষ্ঠিত দল তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের (খালেদা জিয়ার) উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।  মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে। তাদেরকে তৃণমূল বিএনপির শীর্ষ পদে পদায়ন করা হতে পারে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা হুদা।

এদিকে, অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার তৃণমূল বিএনপিতে যোগ দিলেও তার এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন তার পরিবারের সদস্যরা। তারা বিবৃতির মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন। একইসঙ্গে আমৃত্যু পর্যন্ত বিএনপির সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন।

এরই মধ্যে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার তৃণমূল বিএনপিতে যোগদানের ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করেছেন। তৈমূর আলম খন্দকার বলেন, দেড় বছর আগে দল থেকে (বিএনপি) বহিষ্কার করা হয়েছে। এরপর বিএনপির কেউ একটিবারের জন্য ফোন দিয়ে খোঁজ নেয়নি। কোনো মূল্যায়ন করেনি। এখন আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। নিজের পরিচয় দেওয়ার জন্য তো একটি প্ল্যাটফর্ম দরকার।

এদিকে তৈমূর আলম খন্দকার দল ছাড়ার ঘোষণার সঙ্গে সঙ্গে তার পরিবারের সদস্যরাও তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তৈমূরের দলত্যাগ নিয়ে বিবৃতি এসেছে মেয়ে ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার, ছোট ভাই মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও ভাগিনা মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক রশিদুর রহমান রুশোর পক্ষ থেকে।

তৈমূরের মেয়ে ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ২০২০-২১ সেশনের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের নির্বাচিত সদস্য ছিলেন। ভাই মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ছিলেন। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনবারের নির্বাচিত কাউন্সিলর। ভাগিনা রশিদুর রহমান রুশো এক সময়ে ছাত্রদলের ডাকসাইটে নেতা ছিলেন।

তৈমূরের সিদ্ধান্ত প্রসঙ্গে মেয়ে ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার বলেন, তিনি আমার বাবা। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি থেকে বহিষ্কৃত ছিলেন। সে কারণেই তিনি তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন। এটা তার নিজস্ব ব্যাপার। তবে আমি বিএনপির সঙ্গেই আছি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ জিয়া পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ।

মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, তৈমূর আলম খন্দকার আমাদের পরিবারের একমাত্র ভরসাস্থল ও নীতি নির্ধারক। তবে তার বর্তমান রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গ আমরা একমত নই। রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একটি মহাসমুদ্র। আমৃত্যু আমি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে বিএনপিতেই থাকতে চাই।

মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক রশিদুর রহমান রুশো বলেন, তৈমূর আলম খন্দকার আমাদের পরিবারের একমাত্র অভিভাবক। তবে তার বর্তমান রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই। আমি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে বিএনপিতে আছি এবং আমৃত্যু বিএনপিতেই থাকবো।

তবে এ বিষয়ে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমি আমার পরিবারের সদস্যদের অভিভাবক। তাদের সব সিদ্ধান্তের ব্যাপারে আমার ভূমিকা থাকে। তবে তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে আমার কোনো ভূমিকা থাকবে না। এটা তাদের ব্যাপার। আমি কখনো তাদের এ সিদ্ধান্তের ব্যাপারে প্রভাব খাটাবো না। কিন্তু আমি মনে করি আমার পরিবারের সদস্যদেরও বিএনপি সঠিকভাবে মূল্যায়ন করেনি।

একুশে সংবাদ/এসআর

Link copied!