বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির সহধর্মিণী ফিরোজা হোসেন এর ১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) তার নিউ ইস্কাটনের বাসভবনে বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, পানি সম্পদ প্রতি মন্ত্রী কর্নেল ( অবঃ)জাহিদ ফারুক শামীম ঢাকা মহানগর, দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সহ মহানগর এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান,সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
মিলাদে মরহুমা ফিরোজ হোসেন -- ফিরোজা আমুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্টিত হয়।
এদিকে তার নির্বাচনী এলাকা ঝালকাঠি জেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ উপলক্ষ্যে মিলাদ মাহফিলের আয়োজন করে।
একুশে সংবাদ/পলাশ
আপনার মতামত লিখুন :