AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৭ পিএম, ৫ মে, ২০২৫

প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা

স্বাস্থ্যখাতের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশন।

সোমবার (৫ মে) সকাল ১১টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের একটি প্রতিনিধি দল এই প্রতিবেদন হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

প্রতিবেদনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক উপস্থাপনায়।

২০২৪ সালের ১৭ নভেম্বর জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এ কে আজাদ খানকে আহ্বায়ক করে ১২ সদস্যের এই কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনকে ৯০ দিনের মধ্যে সুপারিশমূলক প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সময়সীমা দুই দফায় বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—জনস্বাস্থ্য ইনফরমেটিক্সের অধ্যাপক ডা. আবু মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক লিয়াকত আলী, গাইনোকোলজিস্ট ডা. সায়েবা আক্তার, শিশু স্নায়ুবিজ্ঞান বিশেষজ্ঞ ডা. নায়লা জামান খান, সাবেক সচিব এম এম রেজা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা ডা. মোজাহেরুল হক, আইসিডিডিআরবি’র বিজ্ঞানী ডা. আজহারুল ইসলাম, স্কয়ার হাসপাতালের অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, রিউম্যাটিক কেয়ার বিশেষজ্ঞ ডা. সৈয়দ আতিকুল হক, আইসিডিডিআরবি’র ডা. আহমেদ এহসানুর রাহমান এবং ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী উমায়ের আফিফ।

কমিশনের প্রতিবেদনে প্রাথমিক থেকে তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবা কাঠামো, মানবসম্পদ, সুশাসন, নীতিমালা সংস্কার, স্বাস্থ্য বাজেট বরাদ্দ, তথ্য ব্যবস্থাপনা এবং দুর্নীতি রোধ সংক্রান্ত বহু সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতিবেদন যাচাই শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন বলে জানা গেছে।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে
 

Shwapno
Link copied!