জাতীয় পর্যায়ে হলদে পাখিদের (১০ বছরের বালিকা) `নীল কমল অ্যাওয়ার্ড` প্রদান করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার(২৮ জুন) রাজধানীর বেইলি রোডের গাইড অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রুমানা আলী বলেন, শিশুরা স্মার্ট বাংলাদেশের কারিগর, জাতির আলোকবর্তিকা। তাদের মনে ও মননে হাজারো স্বপ্ন ছড়িয়ে দিতে হবে। দেশপ্রেম, কর্তব্যপরায়নতা ও মানবিক মূল্যবোধে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করতে হবে। এ ক্ষেত্রে গার্ল গাইডসের ভূমিকা বিশাল ও ব্যাপক।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে `কাব স্কাউটিং` ও `হলদে পাখি` দল গঠনের কাজ শুরু করেছে।
গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও প্রাক্তন সিনিয়র সচিব জুয়েনা আজিজ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান।
প্রতিমন্ত্রী পদকপ্রাপ্ত ৩১ হলদে পাখির হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :