AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
পাকিস্তানের বিশ্বকাপ জার্সি

২টি কিনলে ১টি ফ্রি!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৪২ পিএম, ৬ মে, ২০২৪
২টি কিনলে ১টি ফ্রি!

স্টক ক্লিয়ারেন্স সেল নাকি? পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জাতীয় দলের পুরনো জার্সি বিক্রির যে রকম অফার দেওয়া হল, তা দেখে এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। নতুন টি-২০ বিশ্বকাপ আসছে। তাই গত বিশ্বকাপের অবিক্রিত জার্সি জলের দরে বেচে গোডাউন সাফ করার উদ্যোগ নিল কিনা পাকিস্তান ক্রিকেট বোর্ড, তা বলা ভারি শক্ত।

প্রতি বিশ্বকাপেই সব দল তাদের নতুন জার্সি পরে মাঠে নামে। নতুন নকশার জার্সি বিক্রি করতে দেখা যায় অনেক ক্রিকেট বোর্ডকেই। তবে ২০২৪ টি-২০ বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড হাঁটে উল্টো পথে। তারা ২০২২ টি-২০ বিশ্বকাপের জার্সি বিক্রির উপর অফার দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে।

পিসিবির তরফে সমর্থকদের জন্য বিশেষ ডিসকাউন্ট ঘোষণা হয়েছে। জানানো হয়েছে যে, ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের ২টি জার্সি কিনলে একটি দেওয়া হবে ফ্রি-তে। অনলাইনে কোথায় জলের দরে কেনা যাবে বাবর আজমদের পুরনো নকশার জার্সি, সেটাও জানানো হয়েছে পাক বোর্ডের তরফে। উল্লেখ্য, সবুজের একাধিক শেডের এই জার্সিটিকে সোশ্যাল মিডিয়ায় মজা করে তরমুজ জার্সি নাম দেওয়া হয়েছিল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য পুরনো জার্সির স্টক ঝেড়ে ফেলার আগেই গত বিশ্বকাপের কোচিং স্টাফেদের ঝেড়ে ফেলেছে। এখনও ২০২৪ টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ২০২২ বিশ্বকাপের স্কোয়াডের অনেক তারকাকেই এবার পাকিস্তানের স্কোয়াডে দেখা যেতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে।

জাতীয় দল গড়ার ক্ষেত্রে অবশ্য একটু ভিন্ন পথে হাঁটতে দেখা যাচ্ছে পিসিবিকে। কেননা তারা আমিরের মতো অসবর নেওয়া ক্রিকেটারকে ধুলো ঝেড়ে ফের জাতীয় দলে ঢুকিয়ে দিয়েছে। আমিরের এবার ২০২৪ টি-২০ বিশ্বকাপে মাঠে নামা কার্যত নিশ্চিত দেখাচ্ছে।

পাকিস্তান দল আসন্ন বিশ্বকাপের আগে ২টি দ্বি-পাক্ষিক টি-২০ সিরিজ খেলে প্রস্তুতি সেরে নেবে। তারা আগামী ১০ মে থেকে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। সিরিজের পরবর্তী ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২ ও ১৪ মে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ডাবলিনে।

পরে ২২ মে থেকে ৩০ মে পর্যন্ত ইংল্যান্ড সফরে টি-২০ সিরিজে ব্যস্ত থাকবেন বাবর আজমরা। সেখানে মোট ৪টি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান। চারটি ম্যাচ খেলা হবে যথাক্রমে লিডস (২২ মে), বার্মিংহ্যাম (২৫ মে), কার্ডিফ (২৮ মে) ও দ্য ওভালে (৩০ মে)। এই ৭টি দ্বি-পাক্ষিক টি-২০ ম্যাচের শেষে বিশ্বকাপের আবহে ঢুকে পড়বে পাকিস্তান দল।

একুশে সংবাদ/এস কে    
 

Link copied!