AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারীর জন্য বিনিয়োগ বাড়লে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডেপুটি স্পিকার


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০:৩২ পিএম, ৯ মার্চ, ২০২৪
নারীর জন্য বিনিয়োগ বাড়লে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, বাংলাদেশে নারীর উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। পুরুষের সাথে সমানতালে নারীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। নারীর জন্য যত বেশি বিনিয়োগ বাড়বে দেশের উন্নয়ন তত ত্বরান্বিত হবে।

শনিবার (৯ মার্চ) রাজধানীর প্রেস ক্লাবে জহুর হোসাইন চৌধুরী হলে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষ্যে ‍‍`ইনভেস্ট ইন উইমেন এক্সেলারেট গ্রোথ‍‍` শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।র

সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিস গুইন লুইস।

ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশ স্বাধীন করে নারী উন্নয়নের ভীত রচনা করে দিয়েছেন। আর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর উন্নয়নে ইতিহাস সৃষ্টি করেছেন।

মোঃ শামসুল হক টুকু বলেন, স্বাধীনতার পর দেশে ফিরেই জাতির পিতা ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, নারী-পুরুষ সমতা তৈরি করে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে দেশ পরিচালনা শুরু করেন। দেশের উন্নয়নে নারীবান্ধব পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উন্নয়ন কৌশল প্রণয়ন করেন। নারীর উত্থানের জন্য ১৯৭২ সালে তিনি একটি দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন

তিনি আরও বলেন, বর্তমান সরকার নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করেছে। সংসদে সরাসরি ও সংরক্ষিত আসনে আরও বেশি সংখ্যক নারীকে নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি করেছে। এছাড়া স্থানীয় সরকার, প্রশাসনসহ দেশের সকল সেক্টরে নারীরা বড় মাত্রায় ভূমিকা রাখছেন।

সভাপতির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, জেন্ডার বাজেটে আরও বেশি বরাদ্দ প্রয়োজন  এবং প্রাপ্ত বাজেটের যথাযথ বাস্তবায়ন করতে হবে। নারীর জন্য বিনিয়োগ সরকার ও পরিবার উভয়কেই করতে হবে। এটা শুধু আর্থিক বিনিয়োগ নয় মানসিক বিনিয়োগও করতে হবে।

স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

 

Link copied!