AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিসি-ইউএনওদের জন্য গাড়ি কেনা নিয়ে যা বললেন আইনমন্ত্রী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাগুরা
০৬:১৭ পিএম, ১২ অক্টোবর, ২০২৩

ডিসি-ইউএনওদের জন্য গাড়ি কেনা নিয়ে যা বললেন আইনমন্ত্রী

বৃহস্পতিবার মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিসি-ইউএনওদের জন্য গাড়ি কেনায় আইনগত কোনো বাধা নেই। নির্বাচনকালীন মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য গাড়ি কেনা হয়েছে। সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্যই এসব গাড়ি কেনা হয়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সরকার গুরুত্ব দিচ্ছে। আর এ কারণেই গাড়িগুলো কেনা হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। সংবিধানে যা নেই সেটি সরকার করবে কেন? এ নিয়ে কোনো দল আন্দোলন করলে তা সাংবিধানিক চাওয়াটা হলো না।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা চান সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন। সেখানে কোনো দল নির্বাচনে আসবে কি না সেটা তাদের নিজস্ব বিষয়। এখানে সরকারের কিছু করার নেই। সরকার সংবিধানের বাইরে কোনো কিছু মেনে নিয়ে নির্বাচন করবে না।

একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!