AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জোর করে হাটে পশু, ৯৯৯ এ ১১১ টি অভিযোগ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৩ পিএম, ২৭ জুন, ২০২৩

জোর করে হাটে পশু, ৯৯৯ এ ১১১ টি অভিযোগ

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী কোরবানির পশুর হাট বসেছে। এসব হাটকে কেন্দ্র করে সারা দেশ থেকে খামারি ও বেপারিরা পশু নিয়ে আসছেন হাটে।

 

তবে অনেক হাটের বিরুদ্ধে অভিযোগ আছে, বেপারি বা খামারিদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে পশুবাহী গাড়ি হাটে নিয়ে ঢোকাচ্ছেন ইজারাদাররা। এই সংক্রান্ত এখন পর্যন্ত ১১১টি অভিযোগ পেয়েছে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯। এসব অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত কোরবানির পশু, পশুবাহী নৌযানে চাঁদাবাজি ও জাল টাকাসহ আরও কয়েকটি বিষয়ে ২৮২টি কল আসে ৯৯৯-এ। পরিসংখ্যানে দেখা যায় এসব কলের মধ্যে জোরপূর্বক পশুর গাড়ি হাটে নিয়ে যাওয়া সংক্রান্ত কল এসেছে ১১১টি, পশুর হাটে চাঁদাবাজি সংক্রান্ত ৬৬টি, পশুবাহী গাড়িতে চাঁদাবাজি সংক্রান্ত ২৬টি ও নৌপথে পশুবাহী যান এবং নৌযানে চাঁদাবাজি সংক্রান্ত ৮টি।

 

মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ  তথ্য জানান।

 

তিনি বলেন, অন্যান্য বছরের মতো এবারও নাগরিকরা যাতে নির্বিঘ্নে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারে সে লক্ষ্যে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ সর্বোচ্চ আন্তরিকতার সাথে এ সংক্রান্ত ফোন কলগুলোর সমস্যা সমাধানে সচেষ্ট রয়েছে।

 

একুশে সংবাদ.কম/আ/বিএস

Shwapno
Link copied!